গনোরিয়ার হোমিও ঔষধ সম্পর্ক বিস্তারিত জেনে নিন

গনোরিয়ার হোমিও ঔষধ সম্পর্কে প্রত্যেকের জানা প্রয়োজন। গনোরিয়া হলো যৌনবাহিত রোগ। মহিলা বা পুরুষদের প্রস্রাবনালীর অভ্যন্তরে শ্লৈষ্মিক ঝিল্লির প্রদাহ হয়ে সেখান থেকে পুঁজেরমত স্রাব নিঃসৃত হয় আর ইহা হচ্ছে গনোরিয়া। এটি ব্যাকটেরিয়ার সাহায্যে সংক্রামিত হয়। গনোরিয়া রোগে আক্রান্ত স্ত্রীলোকের সাথে সহবাসে পুরুষ এবং পুরুষের সাথে সহবাসে স্ত্রীলোক এই রোগে আক্রান্ত হয়।

গনোরিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে মূত্রনালী,মূত্রথলি ও অন্ডকোষ আক্রান্ত হয়। নারীদের ক্ষেত্রে মূত্রনালী, মূত্রথলী, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব ইত্যাদি আক্রান্ত হয়। সুতরাং গনোরিয়ার মত জটিল রোগ থেকে বাঁচার জন্য গনোরিয়ার হোমিও ঔষধ সম্পর্কে বিস্তারিত জানান। চিকিৎসা নিন, সুস্থ থাকতে পারবেন।

আরম্ভ

বিশ্বে প্রায় ২০-২৫ কোটি লোক গনোরিয়া রোগে আক্রান্ত হয়।শতকরা ১০-১৫ ভাগ পুরুষ উপসর্গ বিহীন অবস্থায় থাকে। অন্য দিকে শতকরা ৫০-৭৫ ভাগ মহিলা উপসর্গ বিহীন অবস্থায় থাকলেও তাদের জরায়ু জীবাণু বহন করে। পায়ুপথে মেলামেশার মাধ্যমে মলদ্বার ও রেকটামে প্রদাহ হয়। 

প্রসবের সময় মা গনোরিয়া দ্বারা আক্রান্ত থাকলে শিশুর চোখ গনোরিয়ায় আক্রান্ত হয়। আত্মরক্ষার জন্য গনোরিয়ার হোমিও ঔষধ সম্পর্কে জেনে রাখুন।

গনোরিয়ার হোমিও ঔষধ

  • ক্যানাবিস ইণ্ডিকাস(Cannabis Indica)
গনোরিয়ার প্রথম অবস্থায় গনোরিয়ার হোমিও ঔষধ ক্যানাবিস ইণ্ডিকাস এর অপেক্ষা ফলপ্রদ ঔষধ খুব কমই দেখা যায়। প্রস্রাবের পূর্বে এবং পরে জ্বালা, প্রস্রাব পরিমাণে অল্প ফোঁটা ফোঁটা নির্গত হয়। পুনঃ পুনঃ জননেন্দ্রিয় উত্তেজিত হইয়া ওঠে। এক্ষেত্রে ক্যানাবিস ইণ্ডিকাস বিশেষ কার্যকরী।

বিশেষ লক্ষণ গুলি হল লিঙ্গাগ্র চর্ম ফোলা, লিঙ্গমুন্ড ফোলা ,প্রস্রাবের সময় অসহ্য যন্ত্রণা প্রস্রাব নালীতে বেদনা,কখনো কখনো রোগীকে পা ফাঁক করে রেখে চলতে হয়। মূত্রনালী দিয়ে রক্ত নির্গত হওয়া অল্প ফোঁটা ফোঁটা প্রস্রাব নিঃসরণ, কখন প্রস্রাব আটকে যাওয়া ইত্যাদি। শক্তিQ, ১০ ফোঁটা অল্প পানির সহিত দিনে তিন বার সেবন করবেন।

  • ক্যান্থারিস(Cantharis)
ক্যান্থারিসের লক্ষণ অনেকটা ক্যানাবিস এর মত, প্রস্রাবের সময় জ্বালাপোড়া রক্ত প্রস্রাব ফোঁটা ফোঁটা প্রস্রাব ইত্যাদি । বিশেষ লক্ষণ হলো প্রস্রাবের সাথে সাথে জ্বালা এবং রক্তস্রাব অধিক হয়।ক্যান্থারিস 6 বা 30 এক কাপ জলে ৮/১০ ফোঁটা ঔষধ ১ ঘন্টা পর পর জ্বালা যন্ত্রণা কম না হওয়া পর্যন্ত সেবন করবেন।

  • মার্কুরিয়াস সল(Merc Sol)

মার্কুরিয়াস সল ওষুধটি যাদের শরীরে পারদ বিষ প্রবেশ করেছে, তাদের রোগে অধিক উপকারী। রোগীর গায়ে অত্যন্ত দুর্গন্ধ, রোগীর প্রচুর পরিমাণে ঘাম হয়, প্রস্রাব করার সময় ভয়ানক জ্বালা যন্ত্রণা, সাদা পুঁজের মতো স্রাব নিঃসরণ হয়। মূত্রনালীতে কুটকুট করে চুলকায়। 

ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের পরেও মনে হয় আরো প্রস্রাব অবশিষ্ট থেকে গেল।মার্কুরিয়াস সল 200 সকাল এবং সন্ধ্যা ২/৩ ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে সেবন করবেন।
  • স্যালিক্স নায়গ্রা(Salix Nig)
অত্যাধিক স্বপ্ন দোষ, হস্তমৈথুন, প্রমেহ রোগ জনিত কারণে জননেত্রীয় উত্তপ্ত হইয়া ওঠে। এক্ষেত্রে স্যালিক্স নায়াগ্রা উত্তম কার্যক ঔষুধ।শক্তি Q, ১০ ফোঁটা সামান্য পানি সহ দিনে তিনবার সেবন করবেন।

  • থুজা(Thuja)

প্রস্রাবে ভীষণ বেগ, ফোঁটা ফোঁটা প্রস্রাব, হলুদ বা সাদা বর্ণের পাতলা স্রাব, মাঝে মাঝে রক্ত, মূত্রনালির ভিতর কিট কিট করে কামড়ায়, সুড় সুড় করে প্রস্রাব নির্গত হওয়ার পরও মনে হয় আরো কিছু প্রস্রাব থেকে গেল। এরূপ লক্ষণে গনোরিয়ার হোমিও ঔষধ থুজা অত্যন্ত কার্যকারী। শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুইবার ৩/৪ ফোঁটা সেবন করবেন।
  • হাইড্রাস্টিস কেন(Hydrastic Can)
গনোরিয়া রোগের পুরাতন অবস্থায় হলুদ বা সাদা রঙের গাঢ় স্রাব হতে থাকে। প্রস্রাবের জ্বালা থাকলেও অল্প, তখন এই ওষুধ উপকারী। শক্তি 30অথবা 200 দিনে তিন বার সেবন করবেন।

পরিশেষ

পরিশেষে আমরা বলতে পারি যে,গনোরিয়ার হোমিও ঔষধ গুলো থেকে সমাধান নিন নচেৎ নিম্নোক্ত সমস্যা গু্লো হতে নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে না। মূত্রনালী্তে সুড় সুড় করে চুলকায,প্রস্রাবদ্বার লাল বর্ণ ও ফুলে যায় ।
মূত্রনালী দিয়ে দুধের মত সাদা পু্জেঁর মত পদার্থ নির্গত হতে থাকে।প্রস্রাব করতে অত্যন্ত যন্ত্রণা হয়, প্রস্রাব অতি অল্প পরিমাণে এমনকি ফোঁটা ফোঁটা করে নির্গত হয়। ঠিক আগুনের শিখার মত জ্বলে।রোগী প্রস্রাব করিতে করিতে উঠিয়ে পড়ে অনেক রোগী যন্ত্রণায় কাঁদিয়া ফেলে। মূত্রনালী হতে অনবরত স্রাব নির্গত হতে থাকে।অতএব দ্রুত সমাধান করুন, সুস্থ থাকুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url