ব্লগ তৈরির নিয়ম সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নিন
ব্লগ তৈরির নিয়ম জানলে শ্রেষ্ঠ ব্লগার হওয়া সম্ভব। যেহেতু ব্লগ হল এক ধরনের অনলাইন ডায়েরি।ব্লগ হচ্ছে মানুষের মত প্রকাশের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।যেখানে ব্লগারেরা আর্টিকেল লেখে সার্চ ইঞ্জিনে পাবলিশ করে থাকে।সূতরাং কিভাবে ব্লগার হওয়া যায় তারও উপায় জানা প্রয়োজন। বিস্তারিত পড়তে থাকুন।
অনলাইন থেকে অর্থ ইনকামের যত মাধ্যম আছে তার মধ্যে ব্লগ একটি যুগান্তকারী মাধ্যম। ব্লগ কি, এটি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ব্লগ থেকে আয় হয়?এছাড়াও ব্লগিং কি, ব্লগার কাদেরকে বলা হয়? চলুন বিস্তারিত আলোচনা করা যাক।
আরম্ভ
সংবাদপত্র, ইন্টারনেট অথবা বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান দখল করে আছে ব্লগ। এটি একদিকে যেমন মত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম, অন্যদিকে অর্থ ইনকামের একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত। নিম্নে ব্লগ তৈরির নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাব।
ব্লগ তৈরির নিয়ম
ব্লক মূলত ইংরেজি শব্দ যার আভিধানিক অর্থ ভার্চুয়াল ডাইরি।Weblog এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Blog ।ব্লক শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত স্বাধীন পত্রিকা।ব্লগিং এর জনক হচ্ছে ইভান উইলিয়ামস ।
ব্লগ হচ্ছে একটি অনলাইন প্লাটফর্ম যেখানে যে কেউ একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত বিষয়বস্তু লিখতে পারেন।ব্লগ এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে আপনার লিখিত সর্বশেষ পোস্ট সর্বপ্রথম ব্লগে প্রদর্শিত হয়।
যারা নিজস্ব ওয়েবসাইটে অথবা ব্লগে কনটেন্ট অথবা আর্টিকেল প্রকাশ করেন তাদেরকে ব্লগার বলা হয়। কিভাবে ব্লগার হওয়া যায় সেটা জানা খুবই জরুরী। ব্লগার যে পোস্টগুলো ওয়েবসাইটে প্রকাশ করে সেগুলোই হচ্ছে ব্লগিং।
একটি মানসম্মত ব্লগের মূল চালিকাশক্তি হচ্ছে ভিজিটর এবং কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট। সুতরাং ভিজিটর পাওয়ার জন্য এবং কোয়ালিটি সম্পন্ন আর্টিকেলের জন্য যা প্রয়োজন নিম্নক্তো ব্লগ তৈরির নিয়ম-
- আপনার কনটেন্ট বা আর্টিকেলটি ইউনিক হতে হবে।
- ছোট ছোট প্যারা করে স্পষ্ট সাবলীল ভাষায় লিখতে হবে।
- একটি পিকচার এবংএকটি ফিচার পিকচার ব্যবহার করতে হ।
- যে বিষয়ে কনটেন্ট লেখা হবে সেটি তথ্যবহুল হতে হবে।
- প্রয়োজনে কনটেন্টে লিংক যুক্ত করতে হবে।
- অপ্রয়োজনীয় কথা পরিত্যাগ করতে ।
- অন পেইজ এসইও এবং অফ পেইজ এসইও প্রয়োগ করে কনটেন্ট লিখতে হবে।
- ভিজিটরের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হ।
- আর্টিকেলে বাক্যগুলো সঠিক এবং ছোট আকারে লিখতে হবে।
ব্লক তৈরির নিয়ম জানার জন্য সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার হচ্ছে ব্লক কত প্রকার।ব্লগ প্রধানত দুই ধরনের হয়ে থাকে। যথাঃ
ব্যক্তিগত ব্লগঃ ব্যক্তিগত ব্লগ সমূহ সাধারণত একজন ব্লগারের হয়ে থাকে এবং ব্লগার নিজে এখানে মত প্রকাশ করে থাকেন। ব্লগার নিজেই এই ওয়েবসাইটের মালিক।
সামাজিক ব্লগঃ সামাজিক ব্লকসমূহ সাধারণত একাধিক ব্লগার হয়ে থাকে এবং সেখানে অনেকে অংশগ্রহণ করতে পারে। সেখানে অনেকে মত প্রকাশ করতে পারে।এসব ব্লগের লেখা সমূহ বিভিন্ন বিভাগের হয়ে থেকে এবং লেখাগুলোর দায়-দায়িত্ব সম্পূর্ণ লেখকের ওপর অর্পিত।
ব্লক তৈরির জন্য সর্বপ্রথম যে জিনিস গুলো লাগবে সেটি হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন। এগুলো চালানোর বেসিক ক্ষমতা থাকতে হবে।ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে।
ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে একটি ডোমেন নাম এবং একটি হোস্টিংএবং এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। মনে রাখা ভালো ডোমেন হলো ওয়েবসাইটের নাম,আর ওয়েব হোস্টিং হলো ওয়েবসাইটের ফাইল গুলো ইন্টারনেটে প্রদর্শনের জন্য ভার্চুয়াল স্পেস।
প্রথমে আপনাকে জানিয়ে রাখি, একটি ডোমেন এবং একটি ওয়েব হোস্টিং যেকোনো কোম্পানি থেকে কিনে দিতে হবে। ব্লগিং করার উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শেখার উপায়
কিভাবে ব্লগার হওয়া যায়
ব্লক তৈরীর জন্য প্রথমে আপনার একটি জি-মেইল একাউন্ট লাগবে,gmail.com। আপনার জিমেইল অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর blogger.com (ব্লগার ডট কম) এ ক্লিক করুন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন। সুতরাং ভালো একটি ব্লগ একাউন্ট তৈরি করে নিন এবং নিম্নোক্ত সম্মানজনক বিষয়গুলো অর্জন করুন।
- নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন
- লাইফ-টাইম ইনকামের উপায় তৈরি করুন
- নিজের ব্যবসা প্রোডাক্ট সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করুন
- সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত অর্জন করুন
- সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করুন
কিভাবে ব্লগার হওয়া, ব্লগ তৈরির নিয়ম সম্পর্কে জানতে হবে।ব্লগার হওয়ার জন্য লেখার মন মানসিকতা থাকতে হবে। ব্লগিং করতে আপনি যে সম্পর্কে লেখা লিখতে করতে চান ওই বিষয়ে ভালো জ্ঞান রাখতে হবে।
- বিভিন্ন ব্লগের আর্টিকেল পড়তে পারেন।
- প্রচুর পড়ার অভ্যাস করুন এবং অনেক লেখার অভ্যাস করুন
- যখন আপনি আর্টিকেল লিখবেন তখন আর্টিকেল তথ্যবহুল করার চেষ্টা করবেন।
- আর্টিকেল লিখে আপনার বন্ধু মহলে শেয়ার করতে পারেন।
কিভাবে ব্লগার হওয়া যায় এবং ব্লগ তৈরির নিয়ম জেনে কোন প্লাটফর্ম থেকে ব্লগ তৈরি করা যায় বিস্তারিত জানা প্রয়োজন।
কোন প্লাটফর্ম থেকে ব্লগ তৈরি করা যায়
ব্লগিংয়ের জন্য যেসব ওয়েবসাইট অথবা প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করা হয় এবং যেগুলোপ্লাটফর্ম থেকে ব্লগ তৈরি করা যায়। সে সম্পর্কে নিম্নে প্রদত্ত হলো-
- ব্লগার ডট কম
- ওয়ার্ডপ্রেস
- টাম্বলর
- মিডিয়াম
- লাইভ জার্নাল
- কুরা
- উইবলি
- ইডু ব্লগ
- ব্লগ ডট কম
- গোষ্ট অর্গ
- উইক্স
- হাবপেইজ
যেহেতু উপরোক্ত প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে ব্লগ তৈরির করা হয়। সুতরাং ব্লগ থেকে কি ধরনের আয় হয় নিম্ন বিস্তারিত জানার চেষ্টা করব।
ব্লগ থেকে কি ধরনের আয় হয়
অনলাইন থেকে আয় করার দুটি উপায় হচ্ছে-
- ফ্রিল্যান্সিং
- ব্লগিং (ইউটিউবিং বা লেখালেখির মাধ্যমে ইনকাম )
প্যাসিভ ইনকাম করতে চাইলে ব্লগিং করে ইউটিউবিং, ফেসবুকিং ইত্যাদি সব গুলোই প্যাসিভ ইনকামের একমাত্র রাস্তা। তবে ইনকামটা যেহেতু সারা জীবনের জন্য হওয়া দরকার যেহেতু কাজটাও গুরুত্বের সহিত নেওয়া উচিত।
ইউনিক এবং এসইও সমৃদ্ধ আর্টিকেল প্রকাশ করুন ভিজিটরদের টার্গেট করে লিখুন সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম দেখে কি ওয়ার্ড বাছাই করে আর্টিকেল লিখুন ইনকাম নিশ্চিত।
গ্রহণযোগ্য, উপকারী এবং প্রয়োজনীয় হবে এমন আর্টিকেল লিখুন এতে এড ক্যাম্পেইন করে সাইডের ভিজিটর বাড়িয়ে ইনকাম নিশ্চিত করতে পারবেন।
মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করুন এবং উপকৃত হওয়ার জন্য সাইটকে প্রমোট করুন।গুগলের নিয়ম মেনে কাজ করুন গুগল আপনাকে ইনকামের পথ উন্মুক্ত করে দিবে। ব্লগ থেকে ব্লগারেরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সুতরাং ব্লগ থেকে কি ধরনের আয় হয় তা বুঝতে আর বাকি থাকার কথা না। নিম্নে ব্লগ থেকে আয় করার উপায় সমূহ দেওয়া হল।
- গুগল এডসেন্সের মাধ্যমে।
- এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে।
- ডিজিটাল মার্কেটিং এর মাধ্য।
- ব্যাক লিংক বিক্রি করার মাধ্যমে।
- সাইটের এসইও করার মাধ্য।
- স্পন্সর বিজ্ঞাপনের মাধ্যমে ব্লগ থেকে ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ আর্টিকেল লেখার নিয়ম সমূহ জেনে নিন
মন্তব্য
ব্লগ সম্পর্কে পরিশেষে আমরা এই কথা বলতে পারি যে, গুগলে প্রতিদিন কোটি কোটি মানুষ বিভিন্ন বিষয়ে জানতে আসে। যে বিষয়ে ব্লগ লিখছেন সে বিষয়ে যখন মানুষ গুগলে সার্চ দেব, তখন আপনার লেখাটি তাদের সামনে আসবে, সেই লেখাটি ওপেন করে পড়বেন এবং উপকৃত হবেন, মূলত এটাই হচ্ছে ব্লগিং। সুতরাং ব্লগ তৈরির নিয়ম জেনে ব্লগিং লিখুন লাইফকে সাইন করার চেষ্টা করুন।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url