আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নিন

আর্টিকেল লেখার নিয়ম এবংআর্টিকেল লেখে আয় করার সাইট সমূহ জেনে আর্টিকেল লেখা উচিত।আর্টিকেল রাইটিং অনলাইন থেকে ইনকামের একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। যার জন্য প্রয়োজন একজন দক্ষ পাঠক হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচুর পড়ার অভ্যাস তৈরি করুন। আর্টিকেল লেখে আয় করার সাইট সমূহ জেনে গবেষণা আর লেখালেখির চর্চার করুন এবং অর্থ ইনকামের দ্বার উন্মোচন করুন।


আর্টিকেল রাইটার হিসেবে তথ্যবহুল আর্টিকেল লেখার জন্য মনোনিবেশ করুন আপনার সঠিকভাবে আর্টিকেল রাইটিং এর নিয়ম গুলো জানা থাকলে, অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারবেন। সুতরাং বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

আরম্ভ

আর্টিকেল রাইটিং ফ্রিল্যান্সিংয়ের জগতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। একজন পাঠকের প্রয়োজনে নিয়ম অনুযায়ী তথ্যবহুল আর্টিক্যাল লেখা উচিত। আর্টিকেল লেখার জন্য যা জানা প্রয়োজন তা হচ্ছে আর্টিকেল লেখার নিয়মন।যত বেশি লার্নিং করবেন, তত বেশি আর্নিং করতে পারবেন।

সুতরাং আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কিভাবে লেখাতে হয় এবং কিভাবে আর্টিকেল লেখে কিভাবে আয় করা যায়। বিস্তারিত আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করবো।

আর্টিকেল লেখার নিয়ম

আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে প্রবন্ধ আর রাইটিং শব্দের অর্থ হচ্ছে লেখা সুতরাং কোন বিষয় সম্পর্কে তথ্যবহুল প্রবন্ধ রচনা করে যখন ওয়েবসাইটে মানুষের উপকারার্থে প্রকাশ করা হয় তখন তাকে আর্টিকেল রাইটিং বলা হয়।

আর্টিকেল রাইটিং হচ্ছে সংবাদপত্র, ম্যাগাজিন, ব্লগে অথবা ওয়েবসাইটে নির্দিষ্ট কোন বিষয় সম্পর্কে গুছিয়ে তথ্য এবং মতামত প্রকাশ করার যাবতীয় কার্যক্রমই আর্টিকেল রাইটিং।

আর্টিকেল লেখার নিয়ম গুলো খুব গুরুত্বের সাথে আমলে নিবেন। যদি নিম্নে বর্ণিত নিয়মগুলো আয়ত্ত করতে পারেন, তবে আপনি একজন শ্রেষ্ঠ আর্টিকেল রাইটার হবেন আশা করা যায়।

শিরোনামঃএকটি সম্পূর্ণ আর্টিকেলের শিরোনামটা হচ্ছে একটি দেহের মাথার মতো। মাথা ছাড়া যেমন দেহ চলেনা ঠিক আর্টিকেলের শিরোনাম ছাড়া আর্টিকেলের মূল্য থাকে না। একটি সুন্দর শিরোনামের জন্য ৫ থেকে ১০ শব্দের মধ্যে হওয়া উচত।এই শিরোনাম পড়ে পাঠক যেন বুঝতে পারে যে সম্পূর্ণ আর্টিকেলের মধ্যে কি লেখা আছে?

কিওয়ার্ডঃ কিওয়ার্ড হচ্ছে একটি শ্রেষ্ঠ আর্টিকেল এর সৌন্দর্য।একটি ফোকাস কিওয়ার্ড ব্যতীত আর্টিকেল গুগল সার্চে প্রথম পেজে আসা প্রায় অসম্ভব। কিওয়ার্ড সেটাই যেটা লেখে পাঠক যেকোনো সার্চ ইঞ্জিনে প্রশ্ন করে বা সার্চ করে। যেমনঃ
  • আর্টিকেল রাইটিং কি
  • আর্টিকেল কিভাবে লেখতে হয়
  • বাংলা আর্টিকেল কিভাবে লেখাতে হয়
  • ইংরেজি আর্টিকেল কিভাবে লেখাতে হয়
  • ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
  • আর্টিকেল লেখে কিভাবে ইনকাম হয় না
  • আর্টিকেল লেখে আয় করার উপায়
ভূমিকাঃ আর্টিকেল রাইটিং এর সম্পূর্ণ বিষয় সমূয়ের মধ্যে ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যা পাঠকের বোঝতে সহজ হয় পুরো পোস্টে কী লেখা আছে বা কী বোঝাতে চাচ্ছে। সুতরাং গুরুত্বপূর্ণ তিন থেকে চার লাইন ভূমিকায় লেখে দেওয়া উচিত।

সূচিপত্রঃ আর্টিকেলের শুরুতে সূচিপত্র থাকলে, পুরো পোস্ট থেকে প্রয়োজনীয় বিষয় খুজে পাওয়া সহজ। উক্ত লেখার উপর ক্লিক করে সে বিষয়টি খুব সহজে পাওয়া যায়।

স্ক্রিনশটঃ আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া জানতে হবে। ছবিতে অপ্রয়োজনীয় অংশ থাকলে তা কেটে ফেলতে হবে। আর্টিকেল রাইটিং এর জন্য পিকচারের কোন অতিরিক্ত অংশ যেন আর্টিকেল না আসে সে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে।

ইমেজ যুক্তঃ সরাসরি অনলাইন থেকে ছবি ডাউনলোড করে আর্টিকেলের মধ্যে আপলোড করা যাবে না। ছবি ডাউনলোড না করে ছবির সোর্স লিংক পোস্টের মধ্যে ব্যবহার করা যাবে না। পোস্টে ছবি দেয়ার জন্য ক্রিয়েটিভ কমন্স ফিল্টার ব্যবহার করতে হবে।

ফরম্যাটিংঃ আর্টিকেল রাইটিং এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল ফরম্যাটিং করা। সম্পূর্ণ আর্টিকেলের এলাইনমেন্ট জাস্টিফাই এবং ছবির এলাইনমেন্ট সেন্টার ব্যবহার করা উচিত।যেন দেখতে বইয়ের লেখার মত হয়।

সেকশনঃ আর্টিকেল রাইটিং এর পোস্টে প্রাসঙ্গিক লিংক যুক্ত করে দিন।একটি পোস্ট পড়তে এসে আরো একটি পোস্ট পড়ার সুযোগ পাবে। 'আরো পড়ুন', 'ডাউনলোড করুন'এভাবে সেকশন করে দিন।

প্যারাগ্রাফঃ সম্পূর্ণ আর্টিকেলটি ছোট ছোট প্যারা করে লিখবেন। একটি প্যারাগ্রাফ ৫ লাইনের বেশি হলে ছোট ছোট প্যারা করবেন। প্রয়োজনে সাবহেডিং ব্যবহার করবেন। মনে রাখবেন প্যারাগুলো যেন তিনটির বেশি না হয়।

আর্টিকেলের বডিঃ একটি পরিপূর্ণ আর্টিকেলে ন্যূনতম পাঁচটি প্যারাগ্রাফ শিরোনাম থাকা উচিত। এছাড়া একটি পোষ্টের ন্যূনতম দশটা প্যারা থাকা উচিত। সব মিলে ৫০০ বা তার চেয়ে বেশি শব্দ ব্যবহার করা উচিত। এছাড়াও কোন কিছুর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা গুলো লেখার জন্য বুলেট লিস্ট আকারে লেখা উচিত।

শব্দের ব্যবহারঃআর্টিকেল লেখার সময়, আপনি -আমি শব্দের ব্যবহার বেশি করবেন; যেন পাঠক মনে করে আপনি তার সাথে গল্প করছেন। সহজ শব্দ দিয়ে সরল বাক্য তৈরি করে আর্টিকেল লিখবেন।
উপরিউক্ত আর্টিকেল লেখার নিয়ম সমূহ জেনে একটি তথ্যবহুল আর্টিকেল প্রস্তুত করুন। ফলে আপনার আর্টিকেলটি সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আসবে।


আর্টিকেল লেখে আয় করার সাইট

আর্টিকেল লেখে ইনকাম করার জন্য অনেকগুলো সাইট আছে, তার মধ্যে জনপ্রিয় সাইটগুলো হচ্ছে-
  • Quora.com
  • Upwork.com
  • Fiverr.com
  • Freelancer.com
  • Guru.com
  • Textbroker.com
  • Blogher.com
  • Grathor.com
এগুলো জনপ্রিয় ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মার্কেটপ্লেস। সুতরাং এগুলোই জনপ্রিয় আর্টিকেল লেখে আয় করার সাইট।

আর্টিকেল লেখে আয় 

আপনি যদি লেখালেখি পছন্দ করেন,তবে ঘরে বসে অনলাইনে আর্টিকেল লিখে আয় করতে পারেন। ভাবছেন কিভাবে? যদি নতুন করে আর্টিকেল রাইটিং এর কাজ শুরু করেন, তাহলে শুরু থেকে প্রত্যেক আর্টিকেলের জন্য ৩০০ থেকে৫০০টাকা আয় করতে পারবেন। এমন অনেকে আছেন যারা অনলাইনে আর্টিকেল লেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

আর্টিকেল লেখে আয় করতে যাচ্ছেন,তবে ব্লগিং কে শ্রেষ্ঠ এবং সেরা মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন। কারণ একটি ব্লগ বানিয়ে আপনি নিজের মতো করে আর্টিকেল লিখতে পারবেন। আপনার যে বিষয়ে লিখতে ভালো লাগে ঠিক সে বিষয়ে পাঠকের পছন্দমত আর্টিকেল লিখুন।এখানে আপনি বেশ কয়েকটি মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।যেমনঃ
  • এডসেন্স এডের মাধ্যমে
  • স্পন্সরশীপের মাধ্যমে
  • এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে

পরিশেষ

পরিশেষে আমরা বলতে পারি,আর্টিকেল রাইটিং এর মাধ্যমে অনলাইন থেকে নিশ্চয়ই আয় করতে চাচ্ছেন। তাহলে আর্টিকেল লেখার নিয়ম অনুযায়ী  লেখা শুরু করে দেখুন। বর্তমানে ব্লগিং পেশাটি সারা বিশ্বে অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমন পাঠক বেড়েছে, তেমনি লেখালেখির মাধ্যমে আয়ও বেড়েেছ। আর্টিকেল পড়ে সামান্যটুকু উপকৃত হলে, নিজেকে সার্থক মনে করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url