ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য প্রত্যেকের জানা প্রয়োজন।স্রষ্টা নিজে সুন্দর, তাই তিনি সৌন্দর্যকে পছন্দ করেন।সূতরাং ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য কি? ত্বকের যে কোন সমস্যার সমাধান কিভাবে করা যায় বিস্তারিত আমরা জানবো।
কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী । মুখ হচ্ছে দেহের আয়না। তাই ত্বককে সুন্দর বানানোর জন্য নিম্নোক্ত সমস্যা গুলোর সমাধান নিন এবং সৌন্দর্য বৃদ্ধি করুন।
আরম্ভ
ত্বকের সমস্যা সমাধানে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক অর্থ খরচ করেছেন। আর নয়, এখন প্রাকৃতিক চিকিৎসা নিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য সম্পর্কে বিস্তারিত আপনার সামনে তুলে ধরা হলো।
সমস্যা
মুখে ব্রণ হলে কালো বা লাল দাগ ও গর্ত হয়ে যায়। যা নখ ব্যবহার করার দ্বারা আরো ক্ষতি করা হয়। ইহা সিবাসিয়াস হরমোন জনিত গ্রন্থির হ্রাস বা বৃদ্ধিসহ এন্ড্রোজেন ও টেস্টোস্টেরন হরমোন জনিত জটিলতার কারণ। এছাড়া নিদ্রাহীনতাও ব্রণের অন্যতম কারণ। এবার আসুন আমরা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য সমাধানের মাধ্যমে জেনে নিই।
আরো পড়ুনঃ ছেলেদের চেহারা সুন্দর করার খাবার
সমাধান
ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য গুলো মনযোগ সহকারে পড়ুন এবং আপনার ত্বকের রহস্য উন্মোচন করুন।
- মেকআপ,ফাউন্ডেশন ও পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কানণএগুলো সিবাসিয়াস গ্রন্থি ক্ষরণে বাধা দেয়।
- ত্বক চুলকানো ও খুটলানো থেকে বিরত থাকুন।
- নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন।
- প্রচুর পানি পান করুন এবং তাজা ফলমূল শাকসবজি খেতে থাকুন।
- পর্যাপ্ত পরিমাণ ঘুমানো যা রাত্রি দশটা হতে পাঁচটা পর্যন্ত হওয়া উচিত।
- মানসিক চাপ অথবা দুশ্চিন্তা থেকে বিরত থাকুন।
- হজমের সমস্যা হয় এমন খাবার থেকে বিরত থাকুন।
- পেটের যেকোনো সমস্যা দূর করার চেষ্টা করুন এমনকি কোষ্ঠকাঠিন্য অথবা গ্যাসের সমস্যা।
- ত্বককে সতেজ রাখার জন্য সঠিক রক্ত সঞ্চালনের সহায়তা করা। তবে নামাজে সিজদার মাধ্যমে মুখের দিকে সঠিক রক্ত সঞ্চালিত হয়ে থাকে। যা ত্বক কুস্কে যাওয়া থেকে রক্ষা করে। এবার দেখা যাক কিভাবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা যায়।
সৌন্দর্য
ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য গুলোর গুরুত্বপূর্ণ দিক মনে রাখা চাই।শসা পেস্ট করে ত্বকে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখুন। নিম পাতা, কাঁচা হলুদ; লেবুর রস পেস্ট করে ত্বকে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখুন।এছাড়া কালো জিরা ও মধু পেস্ট করে ত্বকে লাগিয়ে রাখুন । কালো জিরা ও মধু পেস্ট করে সেবন করতে পারেন। মধু এবং অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করতে পারেন যা আপনার ত্বককে সতেজ, স্নিগ্ধ ও প্রাণবন্ত করে তুলবে।
আরো পড়ুনঃ ছেলেদের চেহারার সৌন্দর্য বৃদ্ধির উপায়
মন্তব্য
ত্বকের সৌন্দর্য বৃদ্ধির রহস্য শর্টকাট নয়,বরং এর জন্য চায় সঠিক উপায় যত্ন। রাতে ঘুমানোর পূর্বে মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন। কাঁচা হলুদের রস এবং মধু মুখে লাগিয়ে রাখতে পারেন। এতে করে আপনার মুখে সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পাবে। আপনি এই উপদেশগুলো মেনে উপকৃত হলে নিজেকে ধন্য মনে করবো। আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি আমাদেরএকমাত্র কাম্য।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url